বাংলাদেশে আসছে করোনাভাইরাসের ভ্যাকসিন আসবে এ মাসের শেষের দিকে। প্রথম ধাপে সবাই এই ভ্যাকসিন পাবে না, প্রয়োজন বুঝে অগ্রাধিকার ভিত্তিতে চলবে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া। এই অগ্রাধিকার তালিকায় আছেন মুক্তিযোদ্ধা, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশ বিভাগসহ আরও কয়েকটি ক্ষেত্র। তবে অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ দলের ক্রিকেটারদেরও নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানালেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। রোববার রাজধানীর দি ওয়েস্টিন হোটেলের বলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ক্রিকেটারদের ভ্যাকসিনেশনে অগ্রাধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন- ঘরোয়া ক্রিকেট আমাদের প্রায়োরিটি সবার আগে, আমাদের মাননীয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সর্বাত্মক চেষ্টা করবেন, এমনকি আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন খেলোয়াড়দের প্রায়োরিটি দেয়া হবে ভ্যাকসিনের ব্যাপারে। মূলত ঘরোয়া ক্রিকেট যাতে দ্রুত মাঠে গড়ানো যায়, সেজন্যই ক্রিকেটারদের যত দ্রুত সম্ভব ভ্যাকসিন প্রদান কর্মসূচিতে অন্তর্ভূক্ত করার চেষ্টা চলছে।
ক্রিকেটাররা কোন ভ্যাকসিন নেবেন? এমন প্রশ্নের জবাবে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন- আমি তো ডাক্তার না। ভ্যাকসিনের কথা আমি বলতেও পারবনা, কে কোনটা ইউজ করবে। এটা আমার বিষয় নয়। এখন সরকার থেকে যেটা অনুমোদন আসবে, আমরা ওইটার জন্যই যাব।
Leave a Reply