নারায়নগঞ্জ খানপুর রেললাইন এলাকার মাদক ব্যবসায়ীরা ফের বেপরোয়া হয়ে উঠেছে। তাদের দাবি, ‘দুই টাকার পত্রিকায় আমাদের বিরুদ্ধে লিখে সাংবাদিকরা কিছুই করতে পারবে না। আমরা সবাইকেই ম্যানেজ করেই চলি। কিছু দিন বিরতির পর আবারও খানপুর রেললাইন এলাকায় মাদক ব্যবসায়ীরা চাঙ্গা হয়ে উঠেছে। মহামারী করোনা ভাইরাসে গোটা দেশ থমকে দাঁড়ালেও তারা জমজমাট ভাবে মাদকের হাট বসিয়েছেন। স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জ শহরের খানপুর, তল্লা রেললাইন, বোবার বাড়ি, শিকসন বাড়ি, গফুর মেম্বারের বাড়ি, সর্দারপাড়া ও হাজীগঞ্জসহ আশেপাশের এলাকায় অনেকটা দেদারছে চলছে মাদক ব্যবসা। খানপুর ও তল্লা রেললাইন এলাকাটি নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা মডেল থানা এলাকার মধ্যবর্তী এলাকা হওয়ায় মাদক ব্যবসায়ীরা অনেকটা র্নিভয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
সরেজমিনে জানা গেছে, শহরের খানপুর তল্লা রেললাইনসহ আশেপাশের এলাকায় প্রায় ৫০/৬০ জনের মতো মাদক ব্যবসায়ী রয়েছে। তারা সকল প্রকার মাদক বেঁচা-কেনা করে যাচ্ছে। এলাকা গুলোতে মাদক সেবী বেড়ে যাওয়াতে চুরি, ছিনতাইসহ নানা অপকর্ম বেড়ে গেছে। যুব সমাজ আজ ধ্বংষ হয়ে যাচ্ছে। এদিকে শিকসন বাড়ির পাশে রেললাইনের উপরে একটি ঘর ও তাদের আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানেই বসে তারা তাদের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও সেবন করে থাকে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ বিষয়ে কোন ছাড় দেয়া হবে না।
Leave a Reply