ডেস্ক রিপোর্টঃ
খালেদা জিয়াকে চিকিৎসা দিতে ঢাকায় আসছেন বিশ্বখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের তিন চিকিৎসক। তারা হলেন ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন। মঙ্গলবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা যায়, খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের এই তিন চিকিৎসককে সরকারের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে। আগামী বুধবার (২৫ অক্টোবর) তারা ঢাকায় এসে পৌঁছাবেন। বিএনপি’র মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন, কয়েক দফায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। গত সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাতেও তাকে এক দফা সিসিইউতে নেওয়া হয়।
গত বছরের জুনে বেগম খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়, ৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভারসিরোসিস ছাড়াও নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন। এছাড়াও আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার।
Leave a Reply