বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ঘর থেকে বের হওয়ার সাত ঘণ্টা পর খালের পানিতে ভেসে উঠল মো. জামাল হোসেন (৪৮) নামে এক কৃষকের লাশ।
বুধবার (২৭ মে) রাত ৯টার দিকে উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করেন স্বজনরা। এর আগে দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হন তিনি।
মৃত জামাল একই এলাকার নুরুল হকের ছেলে। তিনি মৃগী রোগী ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। ওই রোগেই আক্রান্ত হয়ে খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মতিন বলেন, কৃষিজমিতে কাজ করার উদ্দেশ্যে দুপুরে খাওয়ার পর জামাল বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘসময় পার হলেও তিনি ঘরে ফেরেননি। পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাননি। রাতে চেয়ারম্যান বাজার এলাকায় খালে তার লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে স্বজনরা গিয়ে খাল থেকে লাশ উদ্ধার করে।
রামগতির চরগজারিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ রহিম খাঁন বলেন, জামাল মৃগী রোগী ছিলেন। ওই রোগে আক্রান্ত হয়ে খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
Leave a Reply