জাহাঙ্গীর আলম (মুকুল)
খুলনাঃ
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ মার্ডার, ডাকাতি, অস্ত্র মামলা (০১টিতে ১২ বছর সাজাপ্রাপ্ত) ও ০৪ টি অন্যান্য মামলা এবং ০৩ টি গ্রেফতারী পরোয়ানাসহ সর্বমোট ১০ টি মামলার আসামি মোঃ হাসিবুজ্জামান রনি ওরফে কালা রনি (২৮) গ্রেফতার। খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসন এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম রূপসা থানা এলাকায় মাদক উদ্ধার ও অভিযান পরিচালনা করেন ।
অভিযান পরিচালনাকালে মাদকের গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানাধীন আইচগাতী গ্রামে ২১ই মে রাত ১২.২৫ মি: মোঃ হাসিবুজ্জামান রনি ওরফে কালা রনি (২৮)কে তার বসতবাড়ীতে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় উপরোক্ত আসামির বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে রূপসা থানায় মামলা নং- ২১, তারিখ- ২১/০৫/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন। গ্রেফতারকৃত আসামি মোঃ হাসিবুজ্জামান রনি ওরফে কালা রনি (২৮) এর বিরুদ্ধে ০২ টি মার্ডার, ০২ টি ডাকাতি, ০২ টি অস্ত্র মামলা (০১ টিতে ১২ বছরের সাজাপ্রাপ্ত) ও ০৪ টি অন্যান্য মামলাসহ মোট ১০ টি মামলা আছে এবং খুলনা সদর থানায় ০৩ টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে। উল্লেখ্য যে, ধৃত আসামি মোঃ হাসিবুজ্জামান রনি ওরফে কালা রনি দুর্ধর্ষ গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
Leave a Reply