ফরহাদুল ইসলাম
গাইবান্ধাঃ
পলাশবাড়ীতে গাইবান্ধা সড়কের গড়েয়া নামক স্থানে সিএনজি ও অটোভ্যান মুখমূখি সংঘর্ষে বাবলু মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় সিএনজিতে থাকা শিশুসহ ৬ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সোহেল নামে একজনের অবস্থার অবনতি হলে তাকে রংপুর হাসপাতালে নেয়া হয় । পরবর্তিতে তাকে ঢাকা পিজি হাসপাতালে প্রেরণ করা হয়।১৩ এপ্রিল বুধবার এ দূর্ঘটনা ঘটে।
নিহত বাবলু মিয়া পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রামের মৃত ময়না মিয়ার ছেলে বলে জানা গেছে। পলাশবাড়ী থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পরে লাভলু মিয়া ১৩/০৪/২২ইং তারিখে বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন । নিহত বাবলু মিয়ার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মাসুদ রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন- এবিষয়ে থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ২০ জি,আর নং ১০১ । তিনি আরোও জানান,আমরা এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারিনি, তবে খুব দ্রুত আসামিকে গ্রেফতারের জন্য থানা পুলিশ তৎপর রয়েছে।
Leave a Reply