ষ্টাফ রিপোর্টঃ
নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে ইন্টার ডিষ্ট্রিক পরিবহন চালানোর অপরাধে গাজীপুরে দূরপাল্লার প্রায় শতাধিক বাসচালক ও মালিকের নামে মামলা হয়েছে। এছাড়াও আরো প্রায় ১০টি গাড়ি ড্যাম্পিং করা হয়েছে। গত ১৬ মে রোববার ও ১৭ মে সোমবার এই দুইদিন গাজীপুর মেট্রেপলিটন ট্রাফিক পুলিশ এবং সালনা হাইওয়ে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এ মামলা করেন।
গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (উত্তর) মেহেদী হাসান সংবাদ প্রতিনিধিদের জানান- ঈদের ছুটি শেষে বিভিন্ন পরিবহনে কর্মজীবী মানুষেরা পরিবার নিয়ে কর্মস্থলে ফিরছে। এই সুযোগে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দূরপাল্লার কিছু বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচল করছিল। রোববার বিকেল থেকে সোমবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে দূরপাল্লার এই সমস্ত বাসের ৪৫টি বাসচালক ও মালিকের নামে মামলা করা হয়। এছাড়া সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আরো ১০টি গাড়ি ড্যাম্পিং করা হয়েছে।
অপরদিকে সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক বলেন- নিষেধাজ্ঞা অমান্য করায় চন্দ্রা ও কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার ৪৬টি বাস চালক-মালিকের নামে মামলা করা হয় এবং প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় ৪টি গাড়ি আটক করা হয়েছে।
Leave a Reply