ষ্টাফ রিপোর্টঃ
শুক্রবার (১৫ এপ্রিল) লক্ষ্মীপুরের চর রমণীমোহনে গোপন বিয়ের জের ধরে নাজিম সর্দার নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় আরিফ হোসেন (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। দুপুরে মজু চৌধুরীর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তারিফ হোসেন ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গোলাপ সর্দার পলাতক রয়েছেন।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার (১২ এপ্রিল) সদর উপজেলার চর রমণীমোহন ইউনিয়নের মজু চৌধুরীর হাট সংলগ্ন জেলে পল্লীর গোলাপ সর্দারের ছেলে তারিফের সঙ্গে একই এলাকার বাসিন্দা আব্বাস সর্দারের মেয়ে নুপুরের গোপনে বিয়ে হয়।বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হলে বর তারিফের বাবা লোকজন নিয়ে এসে কনের নানা নাজিম সর্দারকে পিটিয়ে আহত করেন। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক নাজিম সর্দারকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিবরনে জানা যায়- তারিফ নুপুরকে ধর্ষণের অভিযোগে জেল খাটতে হয়েছে। জামিনে বের হয়ে ধর্ষণ মামলা থেকে বাঁচতে তিনি ওই মেয়েকে গোপনে বিয়ে করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। বর তারিফের বাবা গোলাপ সর্দার কনে নুপুরের পরিবারের ওপর হামলা চালালে নানা নাজিম সর্দারের মৃত্যু হয়।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।
Leave a Reply