ষ্টাফ রিপোর্টঃ
গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নানি ও নাতির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, গতকাল সোমবার ৪ সেপ্টেম্বর দুপুর আনুমানিক সাড়ে ১২টায় শেখপাড়া বাতাসী গ্রামের প্রতিবেশী ওবায়েদ খানের পুকুরে মোছাম্মৎ হিঙ্গুল বেগম (৭০) ও তার নাতি মোঃ জিহাদ (৬) গোসল করতে যায়। এ সময় অসাবধানতাবশত দুজনেই পানিতে ডুবে মারা যায়। প্রায় এক ঘণ্টা পর প্রতিবেশীরা ওই পুকুরে দুজনের ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। পরে পুকুর থেকে নানী-নাতির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শালনগর ইউপি সদস্য সাজ্জাদুল হোসেন। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply