তাজুল ইসলাম তাজু
সিলেট প্রতিনিধিঃ
সিলেট হবিগঞ্জ বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে ঘরে ডুকে ঘুমন্ত স্কুলছাত্রীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে। আহত ছাত্রীর নাম মারজানা আক্তার (১৬), সে বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের মৃত মোস্তফা মিয়ার মেয়ে এবং স্থানীয় ইকরাম হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়- বুধবার(১০ মার্চ) ভোররাতে নিজ বাড়ির একটি কক্ষে ঘুমাচ্ছিল আহত স্কুলছাত্রী মারজানা। ঘুমন্ত অবস্থায় একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে কুপিয়ে আহত করে অজ্ঞান অবস্থায় ফেলে যায়। সকালে পরিবারের অন্যান্য লোকজন তাকে ডাকতে গিয়ে দেখতে পান রক্তাক্ত অজ্ঞান অবস্থায় সে মাটিয়ে পড়ে আছে। এই সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে তার অবস্থার অবনতি হলে বেলা সাড়ে ১০টার দিকে তাকে সিলেটে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন সংবাদকর্মীদের বলেন- পুলিশ ইতোমধ্যে বিষয়টির রহস্য উদ্ঘাটনের জন্য কাজ শুরু করেছে। ধারণা করা হচ্ছে এটি হয়তো প্রেমের সম্পর্কের জের হতে পারে।
এ ব্যাপারে হবিগঞ্জ-বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম সাংবাদিকদের জানান- আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখছি। স্থানীয়রা জমি সংক্রান্ত বিষয় বলে প্রচারণা করলেও আমাদের মনে হচ্ছে অন্য কোন কারণে হয়তো এ ঘটনা ঘটাতে পারে দুর্বৃত্তরা। আমরা আশা করি অতি তাড়াতাড়ি এই ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
Leave a Reply