জাহাঙ্গীর আলম (মুকুল) প্রতিনিধি খুলনা:
গত বছর ঘূর্ণিঝড় আম্ফানে ভেঙে পড়ে দক্ষিণ খুলনার কয়রা উপজেলার অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা। কয়রা উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট লবনাক্ত জোয়ারের পানিতে ক্ষতি গ্রস্ত হয় যা ঐঅবস্থায় আজো বিদ্যমান ফলে চরম র্দূভোগে আছে এলাকার বসবাসকারী জনগণ।
কয়রা সদর ইউনিয়নের গোবরা, ২নং কয়রা গ্রামের বেড়িবাঁধ, ঐসব এলাকায় ভিতরের কাচাঁ ও ইটের সলিং রাস্তা গুলি লবণ পানির স্রোতে ভেঙে গিয়েছে এতে সাধারণ মানুষের চলাফেরার অনপুযোগি হয়ে আছে দির্ঘদিন যাবৎ। রাস্তায় যানবাহন চলাচল দুরের কথা মানুষ চলাচলও দুস্বাধ্য।
ইউনিয়নের দিঘিরপাড় হয়তে কাশির হাটখোলা বাজার পর্যন্ত প্রায় ৩কিলোমিটার রাস্তাটি প্রায় বিলুপ্তির পথে। ঐসব এলাকার সাধারণ মানুষের প্রানের দাবি দ্রুত রাস্তাটি পুনরয় নির্মান করে এলাকার জন সাধারণের দূর্ভোগ কমানো প্রতি সরকারের সুদৃষ্টি হয়।
Leave a Reply