চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। বুধবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন মোট ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৭৩৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, স্থগিত আছে ২ টি কেন্দ্রের ফল ঘোষণা। এম রেজাউল করিম চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন মোট ৫২ হাজার ৪৮৯ ভোট। বুধবার সন্ধ্যায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর ১৪ টি সংরক্ষিত ওয়ার্ড (নারী কাউন্সিলর) ও ৪১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৩৯ ওয়ার্ডে (১৮ নম্বর পূর্ব বাকলিয়া ও ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড ছাড়া, প্রার্থীর মৃত্যুসহ বিশেষ কারণে দুই ওয়ার্ডে ওই পদে নির্বাচন হচ্ছে না) নির্বাচিত কাউন্সিলর প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
চট্টগ্রাম নগরের মেয়র পদে প্রার্থী মোট ৭ জন এবং ৪১টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন মোট ২২৬ জন। এর মধ্যে ৩৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় নামেন মোট ১৬৯ জন। । সংরক্ষিত ১৪ টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে নির্বাচনে নামেন মোট ৫৭ জন।
মেয়র পদে প্রার্থী সাতজন হলেন- নৌকা প্রতীকে আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, ধানের শীষ প্রতীকে বিএনপির ডা. শাহাদাত হোসেন, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকে খোকন চৌধুরী, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম।
নির্বাচনে ভোটার সংখ্যা ১৯ লাখ ১৭ হাজার ৯৭৮ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ ও নারী ভোটার ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন। সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। প্রথমবারের মতো পুরো নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে ইভিএমের মাধ্যমে।
Leave a Reply