ষ্টাফ রিপোর্ট:
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহম্মেদ তার নিজ জেলা চাঁদপুর এর মতলব উত্তর উপজেলার টরকী গ্রামে নিজ বাড়িতে আসছেন। তিনি আগামী রবিবার (১৭ জানুয়ারি) সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিণ টরকী গ্রামে একটি হাসপাতালের উদ্ভোধন করবেন। তার বাবার নামে “মোঃ আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল” এর নামকরন করবেন। মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা ফেরদৌসি বেগম রুনু এ তথ্য নিশ্চিত করেছেন।
বিস্তারিত জানা যায়- নিজ এলাকার মানুষের স্বাস্থ্যসেবার লক্ষ্যে সরকারিভাবে এ হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে সেনা প্রধানের উদ্যোগ ও প্রচেষ্টার ফলে। এদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহম্মেদের মতলব উত্তরে শুভাগমন উপলক্ষ্যে মতলব তথা টরকী গ্রামবাসীর মাঝে আনন্দের ঢেউ বইছে । তবে হাসপাতাল তৈরির তার এই মহতি কাজের জন্য মতলব ফাউন্ডেশনের সভাপতি আবুল কাশেম পাটোয়ারীসহ এলাকাবাসী সেনা প্রধানকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। সেনা প্রধানের আগমন উপলক্ষ্যে সবখানে নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা।
Leave a Reply