বর্তমান খবর: মোঃ দেলোয়ার হোসেন পিতা: খালেদ বেপারী, ভোটার আইডি নং-৯৫৬৮৬৬৪১৫৬ এর বিরুদ্ধে ৪,২০,০০০ (চার লক্ষ বিশ হাজার) টাকা আত্মসৎ করে নিয়ে পালিয়ে যওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এনায়েত নগর ফয়েজ মিয়ার ভাড়াটিয়া মোঃ দেলোয়ার হোসেন গত ২০-০২-২০২০ ইং তারিখে হাজী হারুন অর রশিদ (৫৭) এর হুশিয়ারী থেকে মালামাল ও নগদ টাকা সহ ৪,২০,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ নিয়ে হাজী হারুন অর রশিদ সিদ্ধিরগঞ্জ থানায় ২৯-০২-২০২০ তারিখে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয় মোঃ দেলোয়ার হোসেনকে গত ১২-০১-২০২০ নগদ ১,২০,০০০(এক লক্ষ বিশ হাজার) ধার হিসেবে দেন, এবং গত ২০-০২-২০২০ ইং তারিখে বিকেল ৫টার দিকে হুশিয়ারীর কাপড় কিনা বাবত তাকে ১,৮০,০০০ (এক লক্ষ আশি হাজার) টাকা দিয়া হয়, ঐ রাতেই হুশিয়ারির কিছু রেডি করা পেন্ট,গেঞ্জি যার বাজারদর আনুমানিক ৮০ থেকে ৯০ হাজার টাকার মাল ও কাপড় কিনার টাকা সহ দোকানের আট মাসের ভাড়া (২৪,০০০) টাকা না দিয়েই ব্যবসায়ীক ট্রেড লাইসেন্স (আয়ান। হুশিয়ারী) এর সকল কাগজ পত্র সহ পরিবারকে নিয়ে পালিয়ে যায় ।
Leave a Reply