বিশেষ সংবাদদাতা: ভিজিডির চাল চুরির ঘটনায় পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা ফয়সাল আহম্মেদকে বরখাস্ত করা হয়েছে।
রোববার (২৮ জুন) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে চেয়ারম্যান বাদশা ফয়সালকে বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ভিজিডির চাল দরিদ্রদের মাঝে বিতরণ না করে ভুয়া সই-স্বাক্ষর দিয়ে আত্মসাৎ করেন দশমিনা উপজেলার ২ নম্বর আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা ফয়সাল। এ নিয়ে ওই ইউনিয়নের সদস্যরা পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে ১৭ জুন বিষয়টির তদন্ত সম্পন্ন করা হয়। চাল আত্মসাতের ঘটনা প্রমাণিত হওয়ায় ২১ জুন চেয়ারম্যান বাদশা ফয়সালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। চাল চুরির ঘটনায় ২৪ জুন চেয়ারম্যান বাদশা ফয়সালকে সাময়িক বরখাস্ত করে একটি প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এ বিষয়ে আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা ফয়সাল আহম্মেদ বলেন, বরখাস্তের বিষয়টি আমাকে এখন পর্যন্ত অফিশিয়ালি জানানো হয়নি।
Leave a Reply