ময়না আক্তার মনি
ষ্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানার চিত্তরঞ্জন খেয়াঘাটে আজ তিন দিন যাবৎ নৌকা চলাচল বন্ধ আছে ফলে চরম ভোগান্তিতে পরেছে এই খেয়াঘাটের দুই পাড়ে বসবাসকারী জনগণ। নৌকার প্রতিদিনের জমার টাকা নিয়ে ইজারাদার ও নৌকার মাঝিদের মধ্যে সিদ্ধান্তহীনতায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা যায়। মাঝিরা এই ব্যপারে সিটি মেয়রের হস্থক্ষেপ কামনা করেন বলেও জানা যায়।
এই পরিস্থিতি বিষয়ে ঘাটের নৌকার মাঝিদের সাথে যোগাযোগ করা হলে মাঝি মুসা সংবাদ প্রতিনিধিকে বলেন- আমরা খেটে খাওয়া লোক, প্রতিদিন ইজারাদার আমাদের কাছ থেকে জমা বাবদ আশি টাকা নেয় কিন্তু কোন কারনে যদি আমরা কোন দিন নৌকা চালাতে না পারি সেদিনও আমাদের জমা দিতে হয়। আমরা নৌকা না চালালে জমা কেন দিব? এটা নিয়েই ইজারাদারদের সাথে আমাদের বিরোধ তাই নৌকা বন্ধ আছে।
অন্যদিকে ইজারাদার মনির হোসেন মাদবর বলেন- আগে ঘাটে বিভিন্ন ব্যবসা যেমন পাথর, বালী ইত্যাদির ব্যবসা ছিল, বর্তমানে সিটি কর্পোরেশনের ঘাট হওয়ার পর তা বন্ধ হয়ে গেছে। এখন লোকজন পাড়াপাড় ছাড়া আর কোন ব্যবসা নেই, অনেক টাকা দিয়ে ঘাটের ইজাড়া আনতে হয়। আমরা ইজাড়াদাররা ট্রলার চালাতে পারি কিন্তু গরিব মাঝিদের কথা চিন্তা করে তা করি না। নূন্যতম জমার বিনিময়ে আমরা তাদের নৌকা চালাতে দেই, প্রায় সময় নৌকাতে কিছু হাড়িয়ে গেলে তার জরিমানা দেই, কোন একসিডেন্ট হলে মাঝি বা যাত্রীর চিকিৎসার ব্যবস্থাও করি। গত করোনাতে মাঝিদের কাছ থেকে কোনরুপ জমা নেয়া হয়নি। মাঝিদের জমা দিতে কোন অসুবিধা নেই কিন্তু মাঝে মাঝে কেউ কেউ অনুপস্থিত থাকে নৌকা চালায় না, সেই দিনের জমার টাকা তারা দিতে চাচ্ছে না। সমস্যা হতেই পারে কেউ না আসতে পারলে অন্য কাউকে তার জায়গায় দিলেই হয় কিন্তু মাঝিরা তা না করে জমা দিবে না বলে, ভাই আমার তো টাকা ঠিকই দিতে হয়েছে, আমি যাব কোথায়? যা দেখছি মনে হচ্ছে এই ব্যবসা বন্ধ করে দিতে হবে।
Leave a Reply