ডিসেম্বর ৯, ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের পটিয়ায় শ্বাসরোধ করে স্বামী হত্যা -স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিএনপি নেতা সেলিম প্রধান মহিলা জাতীয় পার্টির মতবিনিময় সভা খালেদা জিয়াকে চিকিৎসা দিতে ঢাকায় আসছেন মার্কিন চিকিৎসক যে কোন সময় আত্মঘাতী হামলা করতে পারে- কাজিম উদ্দিন প্রধান। ভৈরব ট্রেন দুর্ঘটনায় নিহত ২০, সংখা বৃদ্ধির আশংকা শারদীয় দুর্গাপূজার নবমীতে ফ্রি চিকিৎসা ক্যাম্প এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা স্বামী হাজতে, ন্যায় বিচার চেয়ে দ্বারে দ্বারে স্ত্রী-সন্তান সোনারগাঁয়ে চারটি রাস্তার ভিত্তিপ্রস্তর ও ২টি গার্ডার ব্রিজের উদ্বোধন শারদীয় দুর্গোৎসবে নারায়ণগঞ্জবাসীকে শুবেচ্ছা- রিপন ভাওয়াল জাতীয় পতাকা অবমাননা, ব্যক্তিগত তহবিল থেকে পূজা মণ্ডপে অর্থ প্রদান ৫০০ শত অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন একটি রেস্টুরেন্ট সিলগালা। র‌্যাব-১১’র অভিযানে মাদক, কাভার্ডভ্যানসহ গ্রেফতার ১ পূর্ব শত্রুতার জেরে নারীসহ ৪ জনকে পিটিয়ে আহত সোনারগাঁয়ে ৫ জেলেকে ভ্রাম্যমান আদালতের দণ্ড নারায়ণগঞ্জ আদালতে ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে মাদকের আলামত ধ্বংস ফটো সাংবাদিক শেখ কাওছার অসুস্থ! খানপুর হাসপাতালে ভর্তি সোনারগাঁয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ।

চিত্তরঞ্জন টেক্সটাইল পল্লী পরিদর্শন করলেন কুয়েত আর্মড ফোর্সেস এর প্রতিনিধি দল।

 

ষ্টাফ রিপোর্টঃ

চিত্তরঞ্জন টেক্সটাইল পল্লী যা সাবেক চিত্তরঞ্জন কটন মিলস, বাংলাদেশ রাষ্টায়াত্ব প্রতিষ্ঠান বিটিএমসি’র একটি টেক্সটাইল মিল ছিল। নব্বই দশকে তৎকালিন বিএনপি সরকার বিটিএমসি’র সকল টেক্সটাইল মিল বন্ধ করে দেয়, পরবর্তিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিত্তরঞ্জন কটন মিলের এই জায়গায় একটি টেক্সটাইল পল্লী তৈরীর সিদ্ধান্ত নেয়, যার ফলে বিভিন্ন দেশিয় ও বিদেশি প্রতিষ্ঠান এখানে তাদের টেক্সটাইল প্রতিষ্ঠান করার আগ্রহ প্রকাশ করে। এরই ফলস্রুতিতে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ডস্থ বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশনের আওতাধীন চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা ওই টেক্সটাইল পল্লীটি কুয়েত আর্মড ফোর্সেস এর আট সদস্যর একটি প্রতিনিধি দল পরিদর্শন করেন। এই সময় প্রতিনিধি দলটি চিত্তরঞ্জন টেক্সটাইল পল্লীস্থ দেশিয় প্রতিষ্ঠান বর্ণালী কালেকশনস্ লিঃ নামে একটি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

কুয়েত সেনাবাহিনীর মেজর জেনারেল খালেদ এএইচএইচএম আলকান্দারী এর নেতৃত্বে আট সদস্যদের এই প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আবেদিন হাসানসহ নয় জন সেনা কর্মকর্তা এবং বর্ণালী কালেকশন লিঃ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় বর্ণালী কালেকশন লিঃ এর উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। পরবর্তিতে সফরকারী কুয়েত সেনাবাহিনীর প্রতিনিধি দলটি বর্ণালী কালেকশন লিঃ এর কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় সভায় মিলিত হন।

নাসিক-১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন মুক্তির টিভি প্রতিনিধিকে জানান, কুয়েত সেনাবাহিনীর প্রতিনিধি দলটি  আমাদের এই টেক্সটাইল পল্লীটি পরিদর্শনে আসেন। এসময় এই টেক্সটাইল পল্লীর বর্ণালী কালেকশন নামে একটি প্রতিষ্টান তারা পরিদর্শন করে। এখানে চিত্তরঞ্জন কটন মিলস নামে বিটিএমসি’র একটি মিল ছিলো। সেটি বন্ধ হয়ে যাওয়ার পর সরকার টেক্সটাইল পল্লী করেছে। এখানে বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ সৃষ্টির জন্য সরকার নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। নদী লাগোয়া এই পল্লীতে যাতায়াত ব্যাবস্থা খুবই ভালো, পল্লীটিতে নৌ এবং সড়ক উভয় পথেই পণ্য বহনের সুযোগ রয়েছে।

 

পরবর্তীতে কুয়েত সেনাবাহিনীর সফরকারি এই দলটি বেলা বারোটায় চিত্তরঞ্জন টেক্সটাইল পল্লী পরিদর্শন শেষে ঢাকার উদ্যেশে রওনা হয়।

 

 

সংবাদ টি শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ’বর্তমান খবর'কে জানাতে ই-মেইল করুন- bartomankhobar@gmail.com’ আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।


Bartoman Khobar ads
Bartoman Khobar ads