ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া চীনের পাঁচ লাখ সিনোফার্মের টিকা ও এডি সিরিঞ্জ বুধবার(১৩ মে) ভোর ৫টা ৩১ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে। সিনোফার্মের দেওয়া টিকা ও এডি সিরিঞ্জ বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট সি ১৩০ জে কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে। বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে উপহারের এই টিকা হস্তান্তর করেন। উপহারের এই টিকা কাদের দেওয়া হবে, আজ সাপ্তাহিক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল ইসলাম।
সিনোফার্ম টিকা
স্বাস্থ্য বুলেটিনে ডা. নাজমুল বলেন- চীন থেকে পাওয়া সিনোফার্মের ৫ লাখ করোনার টিকা মেডিকেল, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্টদের দেওয়া হবে। এ সংখ্যাটি কিন্তু অনেক বেশি নয়। তাদের আমরা একই দিনে দেব না। ভাগে ভাগে দেব। তাহলে কিন্তু আমরা অনেক বেশি সময় ধরেই কার্যক্রম চালাতে পারব।
এদিকে, উপহার হিসেবে পাঁচ লাখ ডোজ টিকা আসলেও চীন থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশের প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী টিকা আসতে আরও কিছুদিন সময় লাগতে পারে।
Leave a Reply