ষ্টাফ রিপোর্টঃ
কুমিল্লার গোবিন্দপুর রেলগেট এলাকায় সোমবার (২৮ আগস্ট) বিকেলে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই জাহিদ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। জাহিদ ও মাসুম ওই এলাকার মৃত আমিন মিয়ার ছেলে। জাহিদ পেশায় সিএনজিচালিত ড্রাইভারছিলেন। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, অভিযুক্ত ছোট ভাই মাসুম মাদকক্ত, বিভিন্ন সময় বড় ভাই জাহিদের কাছে প্রায়ই টাকা পয়সা চাইতেন মাসুম। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সোমবার দুপুরে টাকা চাওয়া নিয়ে জাহিদের সঙ্গে মাসুম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জাহিদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন মাসুম। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের জন্য নিহত জাহিদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ বিষয়ে নিহত জাহিদের মেয়ে সনি আক্তার সুমাইয়া বলেন, টাকা-পয়সা, জমি-জমা নিয়ে চাচা মাসুমের সঙ্গে প্রায়ই বাবার ঝগড়া হতো। আজও আমার চাচা ঝগড়ার এক পর্যায়ে বাবাকে হত্যা করে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষটি পুলিশ তদন্ত করছে। অভিযুক্ত মাসুমকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply