জাহিদ হাছান
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
বুধবার ২৩ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হলো COVID-19 গণটিকা প্রদান কার্যক্রম। এই কার্যক্রমে সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়েই টিকা নিতে পারবে জনগণ। ইতোপূর্বে যারা অনলাইনে আবেদন করছে কিন্তু এখনো প্রথম ডোজ পায়নি তারাও টিকা গ্রহন করতে পারবে কেন্দ্র থেকে। এ টিকাদান কার্যক্রম চালু থাকবে আগামী ২৪,২৫ ও ২৬ ফ্রেব্রুয়ারি পর্যন্ত। সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত দেওয়া হবে করোনা টিকার প্রথাম ডোজ। ২৬ ফ্রেব্রুয়ারির পর থেকে করোনা টিকার প্রথম ডোজ আর সরাসরি দেওয়া হবে না। যারা টিকা গ্রহণ করবেনা তার সরকারি এই বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হবে। এ কথার প্রেক্ষিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, ১ নং ওয়ার্ড এর কাউন্সিলর আলহাজ্ব (মো: আনোয়ার ইসলাম) দ্রুত টিকা নেয়ার জন্য অনুরোধ করেন সবাই কে।
তিনি বর্তমান খবরের প্রতিনিধিকে বলেন- দেশের জনগণই আমাদের জনশক্তি। জনগণ যদি শুস্থ স্ভাবিক থাকে,তবে দ্রুত দেশের উন্নতি সাধন করা সম্ভব। তিনি এলাকাবাসীর উদেশ্যে বলেন এই ওয়ার্ডের মানুষ তাদের মূল্যবান ভোটে আমায় নির্বাচিত করেছে। আমি তাদের ভোটের মর্যাদা রাখতে চাই।সুখে-দুঃখে, বিপদে-আপদে আমি সকলের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। এলাকার প্রতিটি মানুষ যেনো তার অধিকার আদায় করে সুস্থ ও স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারে। সর্বশেষে,তিনি বলেন করোনা মহামারি প্রতিরোধ করার জন্য সবাই যেনো টিকাদান কেন্দ্রে সময় মতো উপস্থিত হয়ে টিকা গ্রহন করে।
Leave a Reply