নারায়নগঞ্জ জেলার বন্দরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বন্দর থানা ফার্নিচার মালিক সমিতির উদ্যোগে এক দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) বাদ যোহর বন্দর থানা এরাকার আমিন আবাসিক এলাকাস্থ পঞ্চায়েত কমিটির অফিস কার্যালয়ে এ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
বন্দর থানা ফার্নিচার মালিক সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান বাদলের সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর সৃতিচারণ করে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ।
প্রধান অতিথি খান মাসুদ তার বক্তব্যে বলেন- ১৫ আগস্ট বাঙালি জাতির কলঙ্কময় একটি দিন। আমরা আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল সদস্যদের নির্মমভাবে হত্যা করেছি। ঘাতকের নির্মম বুলেটের গুলি রেহাই দেয়নি ছোট্ট শিশু শেখ রাসেলকেও। আল্লাহর অশেষ রহমতে আমাদের নেত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহেনা বিদেশে অবস্থান করায় তারা প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধু শুধু আমাদের দেশেরই নেতা ছিলেননা তিনি ছিলেন বিশ্ব নেতা মানবতার নেতা।
খান মাসুদ তার বক্তব্যে আরও বলেন- পাকিস্তানের প্রেতাত্মারা, স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীন বাংলাদেশকে দাবিয়ে রাখতে চেয়েছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকায় তা সম্ভব হয়নি। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসীর রায় কার্যকর করে পিছিয়ে যাওয়া দেশকে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত দিয়েছেন। এখনও যারা বিদেশে পলাতক অবস্থায় রয়েছে তাদেরকে দেশে আনার প্রক্রিয়া চলছে।
জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোন অন্যায়ের সাথে আপোষ করবে না। অপরাধী যেই হোক যে দলেরই হোক তিনি কাউকে ছাড় দেয়না। আপনাদের এই কমিটিতে বিভিন্ন দলের লোক থাকতে পারে, ভিন্নমতের লোক থাকতে পারে কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোন প্রকার মত পার্থক্য থাকতে পারেনা। দলমত নির্বিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সবার।
পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ ই আগষ্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করে আমিন আবাসিক এলাকার আল-আমীন জামে মসজিদের পেশ ইমাম মিলাদ ও দোয়া করেন্।
Leave a Reply