নিজস্ব প্রতিনিধি: জাতীয় পার্টি নেতা আল জয়নালের বিরুদ্ধে জোর করে নিরীহ একটি পরিবারের সীমানা প্রাচীর ভেঙে ফেলার চেষ্টা ও প্রাণনাশের হুমকির দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিরীহ ওই পরিবারটিকে বাড়িছাড়া করতে দলবল নিয়ে হুমকি-ধামকিসহ নানা রকমের পাঁয়তারাও করছেন তিনি। গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু সড়কের বাসিন্দা মৃত শাহ অলিউল্লাহ খাঁন’র পুত্র নাঈম খাঁন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই অভিযোগ করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন- ১৫ ডিসেম্বর বিকালে জয়নাল আবেদীন ওরফে আল জয়নাল তার সহযোগী আবু সাঈদ, সেলিম, সার্ভেয়ার মনির মৃধাসহ আরও অজ্ঞাত ৮/১০জন লোক নিয়ে এসে ২৬৯/৪ বঙ্গবন্ধু সড়কের তাদের পৈত্রিক নিবাসের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলতে চেষ্টা করেন। এসময় তারা বাধা দিলে জয়নাল ও তার সঙ্গীরা তাদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন, এমনকি তাদের বসতভিটা খালি করে দিতে বলেন। না হলে তাদের বাড়িঘর ভেঙে ফেলা হবেও হুমকি দেন।
নাঈম খাঁনের আরও অভিযোগ করে বলেন- তাদের পৈত্রিক ভিটা দখল করতে দীর্ঘদিন ধরে আল-জয়নাল পাঁয়তারা করে আসছে, ভাড়াটিয়াদের সন্ত্রাসীদের দিয়ে নানা রকমের হুমকিÑধামকি দিয়ে আসছেন।
এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন- অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কথা বলার জন্য জয়নাল আবেদীনের মুঠোফোনে ফোন দিলেও তা তিনি রিসিভ করেননি।
Leave a Reply