স্টাফ রিপোর্টারঃ
জাতীয় যুব সংহতি বন্দর থানা আহ্বায়ক কমিটির আলোচনা সভা শুক্রবার (২৯ জানুয়ারি) বিকাল ৪ টায় নাসিক ২১ নং ওয়ার্ড বাবুপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম বাহার, নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতি আহ্বায়ক হাজী মো নোমান, সদস্য সচিব মাহমুদুল হাসান জনি।
জাতীয় যুব সংহতি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম বাহার আলোচনা সভায় বলেন- বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব নাসিম ওসমান ছিলেন জাতীয়পার্টির ইতিহাসে সফলতম নেতা, তিনি অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করেন নাই, মাটি ও মানুষের পাশে থেকে কাজ করতে ভালোবাসতেন। আমাদের এই যুব সংহতি হবে সারা বাংলাদেশের মডেল, আগামী দিনের সকল যুবকদের প্রানের সংগঠন হবে জাতীয় যুব সংহতি, তাই বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব নাসিম ওসমানের আদর্শকে লালন করে নারায়ণগঞ্জ জেলার সর্ব স্তরের মানুষকে সেবা দিবো ইনশাআল্লাহ।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- বন্দর থানা যুব সংহতি’র আহ্বায়ক আশরাফুল ইসলাম রোমান, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, আজাদ মিয়া, মোখলেছুর রহমান, পনির হোসেন, আসলাম মিয়া, জাহাঙ্গীর আলম, মেজবাহ উদ্দিন মিঠু, খোকন, কামরুল ইসলাম তোতা সহ আরো অনেকে।
Leave a Reply