ডেস্ক রিপোর্টঃ
মহামারী করোনাকালীন সময়ে সমাজে অসামান্য অবদান রাখায় জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে গুনিজন সংবর্ধনা ২০২১ সন্মাননা পুরস্কার পেলেন নাসিক ০৮ নং আওয়ামী লীগ নেতা ও চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশন সভাপতি জনাব মোঃ মহসিন ভুইয়া। শুক্রবার(১৯ মার্চ) নাসিক ০৮ নং ওয়ার্ড চৌধুরী বাড়ি এলাকার নবাবি চাইনিজ রেস্টুুরেন্টে সকাল ১১ টায় এই সন্মাননা প্রদান করা হয়।
মহামারি করোনাতে যখন সারা বিশ্ব টালমাটাল, সবাই নিজ সুরক্ষার জন্য নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রেখেছে, মানুষের কর্ম স্থবির হয়ে পরেছে, অর্থাভাব, প্রয়োজনীয় খাদ্যের অভাব ঠিক তখনই আওয়ামীলীগ নেতা মহসিন ভুইয়া নিজের চিন্তা না করে মানুষের ঘরে ঘরে খাদ্য ও অর্থ দিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন, কখনও নিজ অর্থায়নে কখনওবা এমপি সাহেব বা বিভিন্ন দাতাদের কাছ থেকে সাহায্য এনে। অনেক মধ্যবিত্ত পরিবার কারো কাছে সাহায্য চাইতে পারে না মান-সন্মানের ভয়ে, এমন পরিবারগুলোকে খুজে খুজে বের করে রাতের আঁধারে তাদের ঘরে খাদ্য ও অর্থ সহায়তা পৌছে দিয়েছেন মহসিন ভূঁইয়া। করোনা কালিন সময়ে মানুষের পাশে দাড়িয়েছেন নিঃস্বার্থভাবে। বাংলাদেশের দুঃসময় (মহামারী করোনাকালীন সময়ে) সমাজে অসামন্য অবদান রাখায় জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম না’গঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে “গুনিজন সংবর্ধনা-২০২১” সম্মাননা স্বারক আওয়ামীলীগ নেতা মহসিন ভুইয়াকে প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন দৈনিক পল্লী বাংলার চেয়ারম্যান এস কে নাসির উদ্দিন মাষ্টার, বিশিষ্ঠ সাংবাদিক ও জিকেএসপি’র প্রতিষ্টাতা গাজী সেলিম প্রমূখ।
Leave a Reply