মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন চলতি জানুয়ারি মাসেই বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পৃথিবীর অন্যান্য অনেক দেশের তুলনায় কম দামে এই টিকা পাওয়া যাবে বলেও জানান মন্ত্রী। এক্ষেত্রে দাম হতে পারে পাঁচ ডলারের মধ্যে (প্রায় ৪২৫ টাকা) বলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী জানান এসব তথ্য।
স্বাস্থ্যমন্ত্রী বলেন- আমরা এখন ভ্যাকসিন গ্রহণ করার জন্য প্রস্তুত। যুক্তরাজ্যের পর ভারতে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন পাওয়ায় আমরা আনন্দিত, এঈ ব্যপারে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি ডোজের বিষয়ে চুক্তি রয়েছে আমাদের । চুক্তি অনুযায়ী এই সপ্তাহেই ভ্যাকসিনের প্রথম চালানের জন্য টাকা পরিশোধ করা হবে। প্রথম চালানে ৫০ লাখ ভ্যাকসিন আসছে এবং প্রতি চালানে ৫০ লাখ করে আগামী ছয় মাসে মোট তিন কোটি ভ্যাকসিন আমরা পাবো।’
মন্ত্রী আরও বলেন-প্রথম চালানের ভ্যাকসিন কাদের প্রথম দেয়া হবে, সে বিষয়ে তালিকা প্রণয়নের জন্য প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। ১৮ বছরের নিচে প্রায় ৪০ শতাংশ জনসংখ্যা, ৩০ থেকে ৩৫ লাখ গর্ভবতী মা এবং প্রবাসী প্রায় এক কোটি সব মিলিয়ে প্রায় মোট সাড়ে পাঁচ কোটি মানুষের ভ্যাকসিন লাগবে না, বাকি চার কোটি লোকের ভ্যাকসিনের জন্য বিভিন্ন কোম্পানির সঙ্গে আমাদের সরকারের আলোচনা চলছে। ইতিমধ্যে করোনাভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন তাদেরও টিকা দেয়া লাগবে।’
এ সময় মন্ত্রী জানান, করোনা ব্যবস্থাপনায় আমেরিকা ও ভারতের তুলনায় বাংলাদেশ অনেকাংশে সফল। তবে টিকা এলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানান মন্ত্রী।
Leave a Reply