সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় দশ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোশাররফ হোসেন (৫১) নামে এক বৃদ্ধকে আটক করেছে
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। রোববার (২৪ জানুয়ারি) জালকুড়ি সিকদার বাড়ি পুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আটককৃত বৃদ্ধ পটুয়াখালীর মওকরন গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে বলে জানা যায়, সে জালকুড়ি এলাকার এমেল সিকদারের বাসায় ভাড়া থাকে।
অভিযোগ সূত্রে জানা যায়- মৌশুমি ফল ব্যবসায়ী মো. জাফরের মেয়ে জালকুড়ি এলাকার একটি স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী। ঐ এলাকায় ভাড়ায় থাকা বাসার সামনে ২৩ জানুয়ারি শনিবার সকাল ১১টায় খেলাধুলা করছিল তার মেয়েটি। অভিযুক্ত মোশাররফ নুডুলস রান্না করার কথা বলে নিজের রুমে শিশুটিকে ডেকে নিয়ে দরজা বন্ধ করে এবং ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বৃদ্ধ তাকে ছেড়ে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুর রহিম (পিপিএম) সংবাদ প্রতিনিধিকে জানান- ভুক্তভুগী শিশুটির বাবার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply