ষ্টাফ রিপোর্টঃ
পৌরসভা ৩য় ধাপের নির্বাচনে ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভায় জাল ভোট দিতে সহযোগিতা করার দায়ে রাজু আহমেদ নামে এক যুবলীগকর্মীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত, পাশাপাশি তাকে পাঁচ হাজার (৫ হাজার) টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুর জামান এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত যুবলীগ নেতা রাজু আহমেদ ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার রুস্তম আলীর ছেলে।
ঘটনায় প্রকাশ- সকালে হরিণাকুণ্ডু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে যুবলীগকর্মী রাজু আহমেদকে আটক করা হয়। এই সময় তিনি স্থানীয় দুই কিশোরীকে জাল ভোট দিতে সহযোগিতা করছিলেন। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় কিশোরী দুই জন স্থানীয় ভোটারদের চ্যালেন্জের মুখে জাল ভোট দেয়ার কথা স্বীকার করে এবং রাজু আহমেদের সহযোগিতার কথা প্রকাশ পেলে সবাই রাজু আহমেদকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করলে ভ্রাম্যমান আদালত রাজুকে ৬ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে আটককৃত কিশোরী দুই জনকে পরিবারের কাছে ছেড়ে দেয়া হয়।
Leave a Reply