বহুল আলোচিত জিউস পুকুর। নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত এই পুকুরটি একটি ঐতিহ্যবাহী পুকুর। এই পুকুর নিয়ে নারায়ণগঞ্জের রাজনীতি এখন তুঙ্গে, যার একদিকে নাসিক মেয়র নগর মাতা ডা. সেলিনা হায়াৎ আইভি অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা।
বহুল আলোচিত জিউস পুকুর নিয়ে নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভি বলেন- জিউস পুকুর নিয়ে এখন রাজনীতি হচ্ছে। জিউস পুকুরের অংশ আমার নানা কিনেছে আজ থেকে আরো চল্লিশ বছর আগে। উত্তরাধিকার সূত্রে আমার মায়ের নাম এসেছে। এ বিষয়ে আমার পরিস্কার বক্তব্য হলো “আমার নানা” যদি কোনো জাল দলিল করে থাকেন তার বিচারের জন্যতো আদালত রয়েছে। আদালতে এটা প্রমান করতে পারলেইতো সমস্যার সমাধান হয়ে যায়। আমার বিরুদ্ধে কথা বলে কি লাভ? আমিতো কোনো দলিল বাতিল করতে পারবোনা। আমার সেই ক্ষমতাও নেই।
মেয়র আইভি আরো বলেন- আমার বিরুদ্ধে শহরময় পোষ্টার লাগানো হয়েছে। আমি ব্যাক্তি আইভী একজন মুসলমান, কিন্তু আমি যখন সিটি কর্পোরেশনের এই চেয়ারটায় বসি তখন আমি সকলের। আমি আটটি মসজিদ নির্মাণ করেছি, নির্মাণ করছি মন্দিরও। কবরস্থানের উন্নয়নের পাশাপাশি আমাকে শ্মশানেরও উন্নয়নে কাজ করতে হচ্ছে এবং আমি করতে বাধ্য। অথচ এখন এসব নিয়ে রাজনীতি শুরু হয়েছে। অপপ্রচার চলছে। তবে আমার বিরুদ্ধে বার বার যেভাবে অপপ্রচার চালানো হয়, ইচ্ছে করলে আমি এসবের জবাব দিতে পারি কিন্তু আমি অনেক কিছুই সহ্য করি। সহ্য করার জন্যই এই চেয়ারে বসেছি।
আমি কে বা কি নারায়ণগঞ্জের জনগনের কাছে সেটাতো আরো আগেই প্রমান হয়েছে। অতএব এখন আর নতুন করে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না। নৌকার মালিক বঙ্গুবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যদি আবার আমাকে নৌকা দেন তাহলে নির্বাচন করবো, না দিলে করবো না। আমার আর নতুন করে প্রমান করার কিছু নেই। আমি কি পেরেছি আপনারা দেখেছেন। আমার সঙ্গে এই শহরের কারো ব্যাক্তিগত কোনো বিরোধ নেই।
অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা বলেছেন- বেশি চুলকাইয়েন না। ৬ দলিলের মাস্টার মাইন্ড কে? ৬টা দলিলের পর্দার অন্তরালে আছে কে? যে কোন সময় খুলে যাবে আমার মুখ। মুখ খোলার চেষ্টা করবেন না। আমরা বলেছিলাম রাজেন্দ্র শর্মাকে গুম করা হয়েছে। উনি প্রতিবাদ করে বলেছেন- “না, রাজেন্দ্র শর্মাকে দাহ করা হয়েছে নারায়ণগঞ্জ শশ্মানে”। নারায়ণগঞ্জ শহরের ৫০ বছরের ইতিহাস আমি জানি, আমি সবই জানি । মুখ খোলাবেন না, ঘর থেকে বের হতে পারবেন না।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন আসন্ন, জিউস পুকুর নিয়ে যে কাঁদা ছোরাছুরি চলছে এটা কি আপকামিং নির্বাচন মহড়ার সূচনা- উত্তর ভবিষৎ সময়……!
Leave a Reply