প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জাতীয় পার্টির সভাপতি,বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল না’মহানগর সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক জোট নাারায়ণগঞ্জ জেলার সহ -সভাপতি কাজী মোহসিন সবার কাছে জাপা চেয়ারম্যান জি এম কাদের এর সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।
উল্যেক্ষ গত বুধবার সন্ধ্যায় জি এম কাদের এর ব্যক্তিগত সচিব ও জাপার যুগ্ম-কোষাধ্যক্ষ আবু তৈয়ব এ তথ্য নিশ্চিত করে বলেন- স্যারের (জি এম কাদের) কোভিড- ১৯ টেস্টের ফল পজিটিভ এসেছে। তবে তার শারীরিক অবস্থা ভালো। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসাতেই আছেন।
কাজী মোহসিন বলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ব্যক্তিগতভাবে একজন সহজ, সরল ও সাদা মনের মানুুষ এবং আমাদের জাতীয় পার্টি ও দেশের একজন গুরুত্বপূর্ন ব্যক্তিত্ব। আল্লাহর কাছে আমি তার সুুস্থ্যতা কামনা করি, তিনি দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে আসুন। তার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়ার কামনা করি।
Leave a Reply