নজরুল ইসলাম
ঝিনাইদহ প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী থেকে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী মোখলেছুর রহমান লাল্টু (৪০) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যা ব-৬। সোমবার দুপুরে ঝিনাইদহ র্যা ব-৬ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ শরিফুল আহসান প্রেস বিফ্রিং এ জানান, রোববার রাতে চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার সীমান্তবর্তী এলাকার বড়বলদিয়া গ্রাম থেকে ধর্ষণ মামলার প্রধান আসামী মোখলেছুর রহমান লাল্টু কে গ্রেফতার করা হয়। সে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি বাঙ্গালপাড়া গ্রামের সাইনুদ্দিনের ছেলে।
কোম্পানী কমান্ডার মোঃ শরিফুল ব্হসান আরও জানান- মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের ৫ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী চুয়াডাঙ্গার বড়বলদিয়া গ্রামে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে প্রধান আসামী লাল্টুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে গাংনী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
উল্লেখ্যঃ গত ১৭ অক্টোবর সাহারবাটি গ্রামের বাঙ্গালপাড়ায় ব্র্যাক স্কুলের নার্সারী পড়ুয়া ৫ বছরের এক কন্যা শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করে লাল্টু। এ ঘটনা শিশুর পরিবারের লোকজন জানতে পারলে, নির্যাতিতার মা বাদী হয়ে লাল্টুকে আসামী করে গাংনী থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর থেকেই পলাতক ছিল লাল্টু।
Leave a Reply