সাজীদ হোসেন কিবরিয়াঃ মহামারী প্রানঘাত্বী করোনা ভাইরাসের সংক্রমণে দেশ যখন অচল অবস্থা কর্মহীন হয়ে পরা অসহায় পরিবার গুলোকে সহযোগীতার জন্য আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে টনি এন্ড ডেইজি রহমান ফাউন্ডেশনের আয়োজনে গরীব, অসহায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ১০০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এই মহামারীতে সংগঠনটি সচেতনামূলক কার্যক্রমে লিফলেট, মাস্ক, হ্যান্ড গ্লোভস, সাবান বিতরণ ছাড়াও নারায়ণগঞ্জের বন্দর ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষন খোলা এলাকায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে চাল, আটা, মশুরডাল, সয়াবিন তৈল প্রায় ৫০০পরিবারের মাঝে প্রথম ধাপে বিতরণ করেছেন।
টনি এন্ড ডেইজি রহমান ফাউন্ডেশন চেয়ারম্যান রহমান মিজান টনি ও তার সহধর্মিণী টনি গ্রুপের ব্যবস্থাপক মিসেস ডেইজি রহমানে তত্ত্বাবধানে জনাব মোঃ এমদাদুল হক,মোঃআলী হোসেন,আসাদুজ্জামান সাগর,মোঃ,হাবীব আহমেদ,মোঃরায়হান আহমেদ, মোঃমাজহারুল হক সাউদ ও অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা মানবিক গুণাবলী নিয়ে আন্তরিক ভাবে মানুষের মাঝে সেবা দিয়ে যাচ্ছেন।
ঈদ সামগ্রীর প্যাকেট পেয়ে গরীব-অসহায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার গুলো আনন্দে উচ্ছ্বাসিত হয়ে টনি এন্ড ডেইজি রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রহমান মিজান টনি ও তার সহধর্মিণী ডেইজি রহমানের জন্য আন্তরিক ভাবে দোয়া করেন।
এ প্রসঙ্গে টনি গ্রুপের ব্যবস্থায়ক পরিচালক মিসেস ডেইজি রহমান বলেন সামাজিক কাজ করতে আমার ভালো লাগে। আমি ও আমার স্বামী সব সময় যেন অসহায় পরিবারের জন্য কিছু করতে পারি দোয়া করিবেন আপনারা।সমাজের অসহায় পরিবারে পাশে যেন সব সময় মানব সেবায় থাকতে পারি এবং আল্লাহ তায়ালা যেন এই মহামারীতে সকলকে হেফাজত ও হেদায়েত দান করেন।আপনরা ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরিবারকে সুস্থ রাখেন।
Leave a Reply