ষ্টাফ রিপোর্টঃ
ঠাকুরগাঁও পৌরসভার ১০ নং ওয়ার্ড এলাকার গোবিন্দনগর মুন্সির হাট নামক স্থানে মহেলা বেগম (৭৫) নামে এক ভিক্ষুকের ভিক্ষা করে জমানো ৯ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাশে দাঁড়িয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। পৌর এলাকার গোবিন্দ নগরে ওই ভিক্ষুক মহেলা বেগমের বাড়ি যান এবং বৃদ্ধা ভিক্ষুকের হাতে চাল, ডাল, তেল ও ওষুধ ক্রয়ের জন্য নগদ অর্থ তুলে দেন ওসি তানভিরুল ইসলাম। উল্লেক্ষ্য “প্রশাসনের কাছে ছিনতাইয়ের সুষ্ঠু বিচার চান অসহায় বৃদ্ধা ভিক্ষুুক” সিরোনামে গত ২ মার্চ “বর্তমান খবর”-এ সংবাদ প্রকাশ হয়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন- আমাদের সমাজে দিনদিন নীতি নৈতিকতা হারিয়ে যাচ্ছে।
এই সময় ওসি তানভিরুল ইসলাম আরো বলেন- একজন ভিক্ষুকের টাকা ছিনিয়ে নেওয়া যুবকদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আমি ব্যক্তিগত ভাবে ওই বৃদ্ধা মাকে ওষুধ ক্রয়ের জন্য সহযোগিতা করেছি। টাকা উদ্ধার হলে সেটি তাকে ফেরত দেওয়া হবে।
ভুক্তভোগী ভিক্ষুক মহেলা বেগম বলেন- সারা দিন ভিক্ষা করে সোমবার (১ মার্চ) বিকেলে মুন্সিরহাটে রাস্তার পাশে বসে টাকাগুলো গোনতে ছিলাম। এমন সময় দুই তরুণ তাকে কিল-ঘুষি মেরে তার কাছ থেকে ভিক্ষার জমানো প্রায় ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে থানা পুলিশ ওই ভিক্ষুকের টাকা উদ্ধার করার চেষ্টা অব্যাহত রেখেছেন।
Leave a Reply