ডেস্ক রিপোর্টঃ
ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি-২০ র্যাংকিংয়ে আগের অবস্থানই ধরে রেখেছে বাংলাদেশ। টি-২০ র্যাংকিংয়ের এবার ২২৯ রেটিং পয়েন্ট নিয়ে আগের ৭ম অবস্থানেই আছে বাংলাদেশ। এই তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে ইংল্যান্ড রেটিং পয়েন্ট ২৭৫। অস্ট্রেলিয়াকে হটিয়ে ২ নম্বরে উঠে এসেছে বিরাট কোহলির ভারত রেটিং পয়েন্ট ২৬৮ । নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ২-৩ ব্যবধানে হেরে দুই থেকে তিন নম্বরে নেমে গিয়েছে অস্ট্রেলিয়া যাদের রেটিং পয়েন্ট ২৬৭ । বুধবার আপডেট তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে পাকিস্তান। ২৫৩ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে পঞ্চম অবস্থানে। ষষ্ঠ অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা তাদের রেটিং পয়েন্ট ২৫১। অষ্টম অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ রেটিং পয়েন্ট ২২৮, নবম ও দশম স্থানে যথাক্রমে আফগানিস্তান ও শ্রীলংকা এদেরও রেটিং পয়েন্ট ২২৮ তবে খেলায় জয়ের উপর ভিত্তি করে অবস্থান নির্ধারণ করা হয় যদিও করোনা মহামারীর কারণে খেলা প্রায় স্থবির হয়ে পরেছিল।
Leave a Reply