আলিফ আরিফা
গাজীপুরঃ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে গাজীপুর প্রেস ক্লাবের উদ্যোগে পুষ্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ করা হয়। বৃহস্পতিবার ( ১২ অক্টোবর) গাজীপুর প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ গাজীপুর থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করেন।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনামুল হক,সম্পাদক মাহতাবউদ্দিন আহমদ, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে সংরক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক এনামুল হক, সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন আহমেদ,সাবেক সভাপতি মাসুদুল হক, সহ-সভাপতি এম এ সালাম শান্ত, যুগ্ম সম্পাদক মীর মোহাম্মদ ফারুক,সাংগঠনিক সম্পাদকসহ কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যরা মোট ৩৫ জন এতে যোগদান করেন।
Leave a Reply