ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সুদ ব্যবসায়ী মঞ্জুর আলমের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠীর ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী সুবল রায়,কমলাকান্ত রায়, সাবেক ইউপি সদস্য ভরত চন্দ্র অধিকারী প্রমুখ।
বক্তারা আক্ষেপের সাথে বলেন, আমরা হিন্দু সম্প্রদায় বলে গত চারদিন আগে এ ঘটনা ঘটলে এবং ২১ তারিখে তিন জনকে আসামী করে মামলা করলে এখন পর্যন্ত আমরা সু বিচার পাইনি । নিরুপায় হয়ে আমরা হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠী এ মানববন্ধন করি।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কিছু সুদ ব্যবসায়ী একত্রিত হয়ে বিষয়টিকে নিরসনের চেষ্টা চালিয়েছেন বলে জানা যায়।
এ ব্যাপারে রানীশংকৈল থানা ওসি আব্দুল মান্নান বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। তদন্ত চলছে। অবশ্যই আসামীদের গ্রেফতার করা হবে।
উল্লেখ, ১৯ জুন সকাল ১১ সময় সুবল রায় ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়ে মীরডাংগী বাজারে আসছিলেন । পথের মধ্যে সুদ ব্যবসায়ী মুনজুর আলম সুবল রায় কে আটক করে এবং এক পর্যায়ে কথা কাটাকাটি হলে মুনজুর আলম কাঠ মিস্ত্রি সুবল রারয়কে কিলঘুষি মেরে মাটিতে ফেলে বুকের উপরে পা উঠিয়ে দিয়ে হত্যার উদ্দেশ্য গলা চেপে ধরেন। সাথে সাথে স্থানীয় লোকজন এগিয়ে এসে সুবলকে উদ্ধার করে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করেন।
Leave a Reply