নিজস্ব সংবাদদাতাঃ
বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী ও কারাবন্দী লেখক মুশতাক আহমেদ’র মৃত্যুর প্রতিবাদে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে এবং মানববন্ধন শেষে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে নগরীর ২নং গেইট পর্যন্ত প্রগতিশীল ছাত্র জোটের নেতৃবৃন্দরা মশাল মিছিল করে।
মানববন্ধনে বক্তারা বলেন- আমাদের রাষ্ট্রে প্রতিনিয়ত গুম, খুন, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকান্ড চলছে। তার উপর মরার উপর খাড়ার ঘা- ডিজিটাল নিরাপত্তা আইন আমাদের ঘাড়ে চেপে বসেছে। এ পরিস্থিতিতে আজকে কোন লেখক লিখতে পারছে না, আজকে কোন কার্টুনিষ্ট কার্টুন আঁকতে পারছেন না। আমাদের মুক্তচিন্তা ও স্বাধীনতার উপর বারবার আঘাত হানা হচ্ছে তখন প্রতিবাদ ছাড়া বিকল্প কিছুই নাই। অবিলম্বে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মত কালো আইন বাতিল করতে হবে। সেই সাথে কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় জেলা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক বেলাল হোসেন’র সভাপতিত্বে মানববন্ধনে আরোও উপস্থিত ছিলেন- জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইবনে সানি দেওয়ান, শহর কমিটির সভাপতি চিত্রা ঘোষ পরমা, সহ-সভাপতি সোম্য শুভ্র, সাধারণ সম্পাদক জোহেব আহনাফ তীব্র, জেলা ছাত্র ফ্রন্টের সংগঠক ফয়সাল আহমেদ রাতুল প্রমূখ।
Leave a Reply