জাহাঙ্গীর আলম(মুকুল) খুলনা প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ায় সরকারি জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারিতে ছুরির আঘাতে এক ব্যক্তি মারাত্মক জখম হয়েছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়ে জানমালের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার গোনালী গ্রামের মৃত- মতিয়ার রহমানের ছেলে মোঃ মাসুদ খান(৪৫) দুই যুগ ধরে সরকারি জমি নিয়ে বসবাসসহ চাষাবাদ করে আসছে। গত বুধবার ওই জমি থেকে তাকে উচ্ছেদের উদ্দেশ্য একই এলাকার মোঃ আব্দুল লতিফ শেখ(৫৫) নামে এক প্রভাবশালী ব্যক্তির মদদে মোঃ আহাদ আলী শেখ ও মোঃ মোক্তার শেখসহ অজ্ঞাত আরো ২/৩ লোক দেশী অস্ত্র ও রড – লাঠি সোটা নিয়ে মাসুদ খানের বাড়ী হামলা চালায়। এ সময় আহাদ আলী বড় ধারালো চুরি দিয়ে মাসুদ খানের গলায় পোঁচ দিতে গিলে লক্ষভ্রষ্ট হয়ে মাথায় গিয়ে লাগে। এতে মাসুদের মাথা কেটে মারাত্মক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এদিকে মোক্তার শেখ মাসুদের স্ত্রীর গলায় থাকা স্বর্ণে চেইন চিনিয়ে নেয়।এবং পরোনের কাপড় চোপড় খুলে শ্রিলতাহানীর চেষ্টা করে। তাছাড়া তার ঘের থেকে গলদা চিংড়ীসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ লুঠ করে এবং রোপনকৃত খেতের ধান গাছ নষ্ট করেতে থাকে । এক পর্যায় তার স্ত্রীর আত্মচিৎকারে আশেপাশের লোক ছুটে গিয়ে মাসুদ ও তার স্ত্রীকে উদ্ধার করেন। আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলে যায়। তবে যাবার সময় তারা হুমকি দিয়ে যায় যে কয়েকদিনের মধ্যে জায়গা ছেড়ে চলে না গেলে পরের বার কাউকে জীবিত রাখা হবে না।
পরে এলাকার লোকজন আহত মাসুদ খানকে ডুমুরিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা বেগতিক দেখে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে গিলে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় আটটি শেলাইসহ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কয়েক ব্যাগ রক্ত দিয়ে চিকিৎসা দেন। একটু সুস্থ হলে মাসুদ খান বাদী হয়ে শুক্রবার থানায় গিয়ে কয়েকজনের নামে মামলা দায়ের করেন।
Leave a Reply