বন্দর প্রতিনিধিঃ
ড্রেজার ব্যবসা নিয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় আবারো উত্তেজনার সৃষ্টি হয়েছে। বেশ কিছুদিন যাবৎ ড্রেজার ব্যবসা নিয়ে থানা এলাকার বিভিন্ন স্থানে সংঘর্ষ, মারামারির ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে বন্দর উপজেলাধীন সাবদী পার্ক এলাকায় ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে এই মারামারির ঘটনা ঘটে ৷ এঘটনায় কল্যান্দী এলাকার মৃত সূরা প্রধাণের ছেলে লাভলু(৪০)’র অস্ত্রাঘাতে মোঃ বুলবুল ও ছানোয়ার নামে দুজন আহত হয়েছে। আহত বুলবুল বন্দর থানাধীন আদমপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে ও ছানোয়ার (৫০) একই এলাকার মৃত চানবাদশা মিয়ার ছেলে। এব্যাপারে ২জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেন বুলবুল।
অভিযোগে আহত বুলবুল উল্লেখ্য করেন, কল্যান্দী এলাকার মোঃ লাবলু (৪০) ও রোস্তমপুর এলাকার জিয়াবুরের সাথে পূর্ব শত্রুতার জের ধরে বিগত ৩ মাস যাবৎ আমাকে হত্যা করার হুমকি ও ভয়ভীত্তি প্রদান করে আসছে। এনিয়ে বুধবার ১১ অক্টোবর বিকেলে আমি বন্দর থানাধীন সাবদি পার্কে অবস্থান করলে বিবাদীগণ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি তাদের আমাকে গালিগালাজ করতে বাধা প্রদান করলে সন্ত্রাসী লাভলু আমাকে হত্যা করার উদ্দেশ্যে সুইচ গিয়ার দিয়ে আমার শরীরে এলোপাথাড়ি ভাবে আঘাত করে। আমার সাথে থাকা ছানোয়ার হোসেন আমাকে বাঁচানোর চেষ্টা করলে সন্ত্রাসী লাভলু ছানোয়ার হোসেনের ডান হাতে সুইচ গিয়ার দিয়ে আঘাত করে। এসময় আমরা প্রতিবাদ করতে গেলে লাভলু ও জিয়াবুরসহ অজ্ঞাত ৪/৫ জন আমাকে এলোপাথাড়ি ভাবে কিল, ঘুষি মেরে আমাদের নিলাফুলা জখম করে। মারধরের একপর্যায়ে লাভলু আমার গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে। তাদের সুইচ গিয়ারের আঘাতের ভয়ে আমি দৌড়ে পালাতে চাইলে তারা আমাকে পরবর্তীতে প্রানে মেরে ফেলবে বলে হুমকি প্রদর্শন করে। পরে স্থানীয়দের সহয়তায় আমরা স্থানীয় চিকিৎসালয়ে চিকিৎসা গ্রহন করে থানায় এসে অভিযোগ দায়ের করি। প্রসঙ্গত, বাদী বুলবুল ও লাভলু সঙ্গে বেশ কিছুদিন যাবৎ ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে বিরোধ চলছিলো। বুধবার তা হামলায় পরিনত হয়ে। এঘটনার পরে বুলবুল নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিকদের জানায়।
Leave a Reply