ডেস্ক রিপোর্টঃ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল দিয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিমানবন্দর প্রান্তের কাওলা অংশে নামফলক উন্মোচনের মাধ্যমে তিনি বহুল কাঙ্ক্ষিত এ উড়াল সড়ক উদ্বোধন করে সেটি পরিদর্শন করেছেন । উদ্বোধনের পর কাওলা প্রান্ত থেকে প্রথম টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেন তিনি, বিকেল ৩টা ৪৪ মিনিটে দক্ষিণ কাওলা প্রান্ত থেকে ফার্মগেটের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর গাড়ি বহর রওয়ানা হয় এবং বিকেল ৩টা ৫৮ মিনিটে ফার্মগেট প্রান্তে এসে পৌঁছায়। এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম প্রান্তের এই ১১ দশমিক ৫ কিলোমিটার পার হতে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের লেগেছে মাত্র ১৪ মিনিট।
পরিদর্শনের সুবিধার্থে তুলনামূলক স্বাভাবিক গতিতেই চলেছে প্রধানমন্ত্রীর গাড়ি বহর । আশা করা হচ্ছে, সাধারণ পরিবহনও একই সময়ে এ সড়ক অতিক্রম করতে পারবে। পরিদর্শন শেষে পুরাতন বাণিজ্যমেলা মাঠে উদ্বোধন পরবর্তী সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। সমাবেশে স্বাগত বক্তব্য দেন সেতু সচিব মঞ্জুর হোসেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এতে আরও অংশ নেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, সংসদ সদস্য হাবিব হাসান ও মোহাম্মদ আলী আরাফাত। সমাবেশে স্বাগত বক্তব্য দেন সেতু সচিব মঞ্জুর হোসেন।
Leave a Reply