ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কোন প্রকার ময়লা আবর্জনা, পোস্টার, ব্যানার থাকবে না,থাকতে পারবে না । সেটি যারই হোক না কেন তা সরিয়ে ফেলতে হবে- এমন নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৫ আগস্ট) কুমিল্লায় সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লা জোনের উন্নয়ন প্রকল্প সমূহের সামগ্রীক অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি। কনফারেন্সে মন্ত্রী ওবায়দুল কাদের গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
কুমিল্লা জোনের অতিরিক্ত প্রকৌশলীসহ আরো ৬টি জেলার নির্বাহী প্রকৌশলীগণ এই ভিডিও কনফারেন্সে উপস্থিত থেকে মন্ত্রীমহোদয়কে মহাসড়কের উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
Leave a Reply