বর্তমান খবর ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো রাজধানীর বাইরে হতে যাচ্ছে । দেশের ৭ বিভাগের বিশ্ববিদ্যালয়গুলোতে হবে এই ভর্তি পরীক্ষা। এজন্য সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার( ২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- আগামী ১ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার একদিন পর অর্থাৎ শনিবার (২ অক্টেচাবর) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়া ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা , ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। কোভিড-১৯ ভাইরাসের জন্য সৃষ্ট বর্তমান পরিস্থিতির কারণে দেশের ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা হবে।
ঢাকার বাইরে যেসব বিশ্ববিদ্যালয়ে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে সেগুলো হলো-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
Leave a Reply