কাউসার আহম্মেদ শাওনঃ
নারায়ণগঞ্জ ফতুল্লা থানার তল্লা এলাকায় আবারো দুধর্শ চুরি হয়েছে। দক্ষিন কায়েমপুর এলাকার আল-আকসা জামে মসজিদের পাশে হানিফ মিয়ার মুদি দোকান “হানিফ ষ্টোর”-এ শুক্রবার দিবাগত রাতে এই চুরি সংঘঠিত হয়। এই সময় চোর দোকানের চালা কেটে দোকান থেকে নগদ ৮৩০০০/= টাকাসহ মোট ১.৫ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। শনিবার (৮ মে) সকালে দোকান মালিক হানিফ মিয়া দোকানে এসে চুরির অবস্থা দেখে ফতুল্লা থানায় অভিযোগ করেন। অভিযোগ নং-৪১৫৪। ফতুল্লা থানার এস আই আবুল হাসনাত চুরি যাওয়া দোকান পরিদর্শন করেন।
এলাকাবাসী ও দোকান মালিক সূত্রে জানা যায়- দোকানের পাশের বাড়ীর সিসি ক্যামেরা ফুটেজ থেকে দেখা যায়, এক লোক রাত ৪:৩০ মিঃ এ মুখশ পরে সন্দেহজনক অবস্থায় দোকানের সামনে ঘোড়াঘুড়ি করছে। সকাল ৮:৩০ মিনিটে দোকানের পাশের বাড়ীর ৪ তলার লোকজন দোকানের চালা কাটা অবস্থায় দেখতে পেয়ে দোকানদার হানিফ মিয়াকে খবর দেয়। হানিফ মিয়া দোকানে এসে দেখেন দোকানের চালা কাটা, ক্যাশ বাক্স ভাঙ্গা এবং দোকান থেকে ৮৩০০০/= টাকাসহ প্রায় ১.৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে, পরে তিনি ফতুল্লা থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ফতুল্লা থানা এস আই আবুল হাসনাত চুরি যাওয়া দোকান পরিদর্শন করেন।
ফতুল্লা থানা এস আই আবুল হাসনাত বলেন- চুরি যাওয়া দোকান পরিদর্শন করেছি। ঐ মার্কেটের সিকিউরিটি গার্ডকে ডাকা হয়েছে। তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply