বন্দর প্রতিনিধি: বন্দরে ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদে এবং সুষ্ঠু ত্রাণ বন্টনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ১৮ এপ্রিল (শনিবার) সকালে নারায়ণগহ।জ সিটি কর্পোরেশন ২৫ নং ওয়ার্ডের বন্দরের সোমবারিয়া বাজার এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা।
বিক্ষোভকারীরা জানান, লকডাউনের কারণে অনেকের কাজ বন্ধ । ফলে তাদের ঘরে খাবার নাই, অনেকে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন। তারা এ পর্যন্ত সরকারী কোন সাহায্য পাই নাই। এলাকাবাসী জানায়, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সরকারী ত্রাণের চাল ও এমপির দেয়া চাল নিজের এবং তার ভাইয়ের কারখানায় কাজ করা কিছু শ্রমিককে দিয়েছে। এরা বাইরের জেলার লোক। এলাকার মানুষ কিছুই পায় নাই। তাই তারা আজ বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন।
এ ব্যাপারে নাসিক ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন বলেন, তার ওয়ার্ডে ৭ হাজার পরিবারের ত্রাণ দরকার। তিনি এ যাবত স্থানীয় এমপির কাছ থেকে পেয়েছেন ৮শ’ কেজি এবং সিটি করপোরেশন থেকে পেয়েছেন ১৮শ’ কেজি। এ গুলো ৩শ’ পরিবারের মাঝে বিতরণ করেছেন। ত্রাণের অপ্রতুলতার কারণে সবাইকে ত্রাণ দেয়া সম্ভব হচ্ছেনা।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেন, আমরা সরকারের কাছ থেকে যেভাবে পাচ্ছি সেভাবেই বিতরণ করছি। যারা ত্রাণ পাওয়ার যোগ্য পর্যায়ক্রমে তারা সকলেই পাবেন। বিপুল সংখ্যক জনগোষ্টির সবাইকে এক সঙ্গে দেয়া সম্ভব নয়। ধাপে ধাপে দেয়া হবে।
বিক্ষোভের ব্যাপারে তিনি বলেন,শুনেছি সিটি করপোরেশনের বন্দরের কয়েকটি ওয়ার্ডে ত্রাণের জন্য বিক্ষোভ হয়েছে । খবর নিয়ে জেনেছি এলাকায় কাউন্সিলরদের প্রতিপক্ষরা ত্রান না পাওয়ার নামে (অ্যারেঞ্জ) সাজানো বিক্ষোভ করেছে।
Leave a Reply