ঈদ খুশি ঈদ আনন্দ। ঈদুল আযহা আমাদের ত্যাগ ও সাম্যের শিক্ষা দেয়। ত্যাগ ও সাম্যের এই ঈদে সবাই কে শুভেচ্ছা জানান নাসিক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জি এম সাদরিল।
শুভেচ্ছা বার্তায় কাউন্সিলর সাদরিল বলেন- কোরবানির ঈদ( ঈদুল আযহা) আমাদের ত্যাগ ও সাম্যের শিক্ষা দেয়। আসুন আমরা সবাই মিলে করোনা এই মহামারিতে আমাদের সকল অহমিকা ভুলে অন্তরে ত্যাগ ও সাম্যের মহিমা জাগিয়ে তুলি। একে অপরের পাশে দাড়াই সহযোগিতার হাত বাড়িয়ে। সবাই সামাজিক দুরত্ব বজায় রাখুন, মাক্স ব্যাবহার করুন। বারবার সাবান দিয়ে হাত ধোবেন। সবাই কে ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক।
সংবাদ টি শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ’বর্তমান খবর'কে জানাতে ই-মেইল করুন- bartomankhobar@gmail.com’ আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Leave a Reply