নিজস্য প্রতিনিধিঃ
দেশের চিনির বাজার নিয়ন্ত্রণ করতে সরকারি চিনিকলগুলো চালু রাখা ও উৎপাদন বাড়ানো প্রয়োজন । রাষ্ট্রিয় চিনিকলগুলো দেশের চাহিদার তুলনায় খুবই সামান্য চিনি উৎপাদন করে তারপরেও এগুলোকে টিকিয়ে রাখার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পসচিব জাকিয়া সুলতানা। শনিবার সকালে ফরিদপুর চিনিকলের আখচাষি, শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের সঙ্গে মানসম্পন্ন আখ উৎপাদন ও ফলন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ।
সভায় প্রধান অতিথি শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার চিনি শিল্পকে টিকিয়ে রাখতে বদ্ধ পরিকর। দেশের মানুষের প্রয়োজনেই এই চিনি শিল্পকে টিকিয়ে রাখতে হবে। রাষ্ট্রিয় এই চিনিকলগুলো দেশের চাহিদার খুবই যৎসামান্য চিনি উৎপাদন করে তারপরও এগুলো টিকিয়ে রাখার বিকল্প নেই কারণ চিনিকলগুলো বন্ধ হলে বেসরকারি খাতে চলে যাবে দেশিয় চিনির বাজারের নিয়ন্ত্রণ, আর তাই সরকারি চিনিকলগুলো চালু রাখা ও উৎপাদন বাড়ানো একান্ত প্রয়োজন।
সভায় উপস্থিত ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ) বলেন, সরকার চিনিতে যথেষ্ট পরিমাণে ভর্তুকি দিচ্ছে, এ থেকে আমাদের পরিত্রাণ পেতে আখ উৎপাদন ও চিনি আহরণের হার বাড়াতে আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) মো. আরিফুর রহমান অপুর সভাপতিত্বে ও মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরার সঞ্চালনায় সুগার মিলের প্রশিক্ষণ ভবনে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন—ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ), সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ, শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম, আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান, আখচাষি মো. আনোয়ার হোসেনপ্রমুখ।
এই সময় মতবিনিময় সভায় শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াসিন কবির, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, আখচাষি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝটু, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের কর্মকর্তা, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, সুগার মিলের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় আখচাষিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply