দোয়ারাবাজার সরকারি কলেজের ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসেন। দেলোয়ার নৈন গাও এর অধিবাসী। স্থানীয় মাসিমপুর গ্রামের এক হত দরিদ্র পরিবারের জন্য নিজে ও অন্যান্যদের আর্থিক সহায়তার মাধ্যমে চলার জন্য একটি দোকান ঘর ও তিনটি ছাগলের ব্যাবস্থা করে দেন দেলোয়ার।
এস এস সি পাশ করার পর পরিবারের প্রয়োজনে দারে দারে ঘুরছে মুহিন একটা চাকরির আশায়। এই অবস্থায় ছাত্রলীগ নেতা দেলোয়ার মুহিনের জন্য ফেসবুকে সাহায্যের আবেদন করে একটি পোস্ট দেন। পোস্টের পরিপেক্ষিতে কিছু মানুষ মুহিনের জন্য আর্থিক সহায়তা দেন। পরবর্তীতে ছাত্রলীগ নেতা দেলোয়ার সেই অর্থের সাথে নিজে আরও অর্থ যোগ করে মুহিনের জন্য মালপত্র সহ একটি দোকান ঘর তৈরি ও তিনটি ছাগল ক্রয় করে দেন।
বর্তমান খবর প্রতিনিধিকে মুহিন বলেন-দেলোয়ার ভাই আমাকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। আমি ও আমার পরিবার এখন সাবলম্বি হতে পারব। দেলোয়ার ভাই সব সময় মানুষের উপকার করেন।
বর্তমান খবর প্রতিনিধিকে ছাত্রলীগ নেতা দেলোয়ার বলেন-আমাদের এলাকায় বন্যা হচ্ছে, দেশের মানুষ করোনায় বিপর্যস্ত। আমি আমার ছাত্রলীগের বন্ধুরা ইচ্ছে করলে এই টাকা দিয়ে মানুষের জন্য ত্রাণ সহায়তা করতে পারতাম। এতে করে হয়তো কিছু মানুষ একবেলা খেতে পারতো কিন্তু আমারা তা না করে একটি পরিবারকে সাবলম্বি করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মুহিনের জন্য অর্থ দিয়ে দোকান এবং ছাগল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার নির্বাহি অফিসার সোনিয়া সুলতানা এবং দোয়ারাবাজার সরকারি কলেজের প্রিন্সিপাল একরামুল হক এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম সহ আরো অনেকে ।
Leave a Reply