তাজুল ইসলাম তাজু – দোয়ারা সদর ইউনিয়নের তিন বারের সাবেক চেয়ারম্যান, দোয়ারা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক, কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ আব্দুল খালেক। ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারসহ অন্যান্য সদস্যদের হত্যাযজ্ঞের তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং মৃতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
দোয়ারা উপজেলার আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক আব্দুল খালেক শোক বার্তায় বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আমারা পেতাম না স্বাধীনতা, থাকতে হতো পরাধীন। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তাদের চক্রান্তে কিছু বিপথগামী সেনা সদস্য ১৫ ই আগষ্ট কাল রাতে জাতির জনক বঙ্গবন্ধু, পরিবার ও অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যা করে।
এই হত্যাযজ্ঞ বাংলাদেশ ও বাঙালির জন্য এক কালোতম অধ্যায়। আমাদের ইতিহাসের একটি গভীর ক্ষত। যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, বিশ্বের বুকে বাঙালি জাতী হিসেবে সন্মান নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছি, পরিবারসহ তাকে এভাবে হত্যা করা এটা আমাদের বড় লজ্জার বিষয়। নিন্দা জানানোর মতো ভাষা নেই আমার। আমার জীবদ্দশায় এই হত্যাকান্ডের পরিপূর্ণ বিচার দেখতে পারলে মরেও শান্তি পাব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর বিচার কার্য করছেন তাকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু তার পরিবারের সকল সদস্যসহ অন্যান্য শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ্ তাদের সকলকে বেহেশত নসিব করুন।
Leave a Reply