খোরশেদ আলম
আড়াইহাজার প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ আড়াইহাজারে বুধবার (২২ সেপ্টেম্বর) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৯টায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এই ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহতরা হলেন স্বামী কাজম আলী (৬৫) পিতা মৃত: আনছর আলী এবং স্ত্রী জমেলা পিতা মৃত: কালাই মিয়া। তাদের দুই ছেলে ও পাঁচ মেয়ে ।
ঘটনার বিবরনে জানা যায়, নতুন তৈরী ঘরের ফ্লোরে পানি দিতে বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন স্বামী কাজম আলী। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্ত্রী জমেলা বেগমও তখন বিদ্যুয়াতি হয়ে পড়েন। এতে করে দুই জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে আশেপাশের লোকজন এসে বিদ্যুতের সুইচ অফ করে তাদেরকে উদ্ধার করেন।
একসাথে স্বামী – স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। বিপুল সংখ্যক গ্রামবাসী নিহতদের মরদেহ একনজর দেখতে ছুটে আসেন তাদের বাড়ীতে। এ সময় নিহতের বাড়িতে স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের আহমেদ সংবাদ প্রতিনিধিকে বলেন- এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ না থাকায় মরদেহ গুলো নিহতের পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।
Leave a Reply