বিশেষ সংবাদদাতা(বন্দর): নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন সাবদী এলাকায় দৈনিক বিজয় পত্রিকার বন্দর প্রতিনিধি সাংবাদিক ইলিয়াছ (৩৮) কে উপুর্যপরি ছুরিকাঘাতে নির্মমভাবে খুন করেছে সন্ত্রাসীরা ও মাদক ব্যবসায়ী তুষার বাহিনী।
রবিবার (১১ অক্টোবর) রাত ৮টায় জেলার বন্দর থানার সাবদীর জিওধরা এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা হত্যাকান্ডের মূলহোতা চিহ্নিত মাদক ব্যবসায়ী তুষার (৩০) কে আটক করে রাতেই পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় উত্তেজিত জনতা আদমপুর ও জিউধরা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।
এদিকে এ ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফখরুদ্দীন ভূইয়া দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ইলিয়াস বন্দর থানাধীন সাবদী জিওধরা এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। তিনি পারিবারিক জীবনে দুই সন্তানে জনক ছিলেন।
হত্যাকান্ডের মূলহোতা চিহ্নিত মাদক ব্যবসায়ী তুষার একই থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকার মৃত জামান মিয়ার ছেলে।
এলাকা বাসী জানায়, রাত ৮টায় ব্যক্তিগত কাজ শেষে বাসায় যাওয়ার পথে আদমপুর এলাকায় সন্ত্রাসীরা ইলিয়াসকে উপর্যুপরি ছরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠালে জরুরী বিভাগের চিকিৎসক জিএম মোস্তফা সাংবাদিক ইলিয়াসকে মৃত ঘোষনা করে লাশ মর্গে পাঠানোর নির্দেশ দেন ।
নিহতে পরিবারের অভিযোগ, মৃত জামান মিয়ার দুই ছেলে তুষার ও তুর্জয়ের অবৈধ গ্যাস সংযোগ ও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে পত্রিকায় লেখালেখি করেছিলেন ইলিয়াস। লেখালেখির পরে তারা আটকও হয়েছিল। এর জের ধরেই ইলিয়াসকে হত্যা করা হয়েছে।
বন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফখরুদ্দিন ভূইয়া বলেন, এ ঘটনায় এলাকাবাসী তুষার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী ধারালো ছুরিটিও উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, তবে কি কারনে এ হত্যাকান্ডটি ঘটেছে এ বিষয়ে এখনও জানা যায়নি। তুষারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Leave a Reply