নিজস্ব প্রতিনিধিঃ
ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে ইসলামী ছাত্রসেনা’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (২৯ জানুয়ারী) বাদ জুম্মা নারায়ণগঞ্জ শহরে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এই র্যালীর শুভ উদ্বোধন করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট আওলাদে রাসূল (দঃ) আল্লামা সৈয়দ জাহের শাহ্ মোজাদ্দেদী আল আবেদী (মাঃ জিঃ আঃ)।
ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি গোলাম মোস্তফা নিরব এর সভাপতিত্বে এবং ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মোঃ সানি দেওয়ান এর সঞ্চালনায় বর্ণাঢ্য র্যালীতে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগরের অন্যান্য নেতৃত্ববৃন্দ ।
উক্ত বর্ণাঢ্য র্যালীটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সংলগ্ন বাইতুল ইজ্জত জামে মসজিদ হতে শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে মিলাদ কিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। মিলাদ কিয়াম ও আখেরী মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম আল আবেদী।
Leave a Reply